আমতলীতে পরিবার পরিকল্পনা অফিসে ‘রহস্যজনক চুরি’

আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বৃহস্পতিবার গভীর রাতে ‘রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।
এসময় সংবদ্ধ চোর অফিসের কলাপসিগাল গেটের তালা ভেঙ্গে অফিসে রক্ষিত ৩টি কম্পিউটার , ১টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টিগ্যাস সিলিন্ডার ও আলমারিতে রক্ষিত এক লাখ উনিশ হাজার টাকা নিয়ে গেছে ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার বিকাল ৫ টায় অফিস বন্ধ করে চলে যাই । শুক্রবার সকালে হাসপাতালের স্টোরের একজন আসনার সদস্য পরিবার পরিকল্পনা অফিসের প্রধান গেটের তালা ভাঙ্গা দেখে খবর দিলে এসে দেখি গেট ভাঙ্গা ও অফিসে রক্ষিত ৩টি কম্পিউটার , ১টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টিগ্যাস সিলিন্ডার ও আলমারিতে রক্ষিত এক লক্ষ উনিশ হাজার টাকা নিয়ে গেছে । এ বিষয় তিনি আর কোন কথা বলতে রাজী হয়নি।
আমতলী থানার ওসি(তদন্ত) রনজিৎ সরকার বলেন,ঘটনা স্থল পরিদর্শন করেছি । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর