ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

আমতলীতে পরিবার পরিকল্পনা অফিসে ‘রহস্যজনক চুরি’

আমতলীতে পরিবার পরিকল্পনা অফিসে ‘রহস্যজনক চুরি’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বৃহস্পতিবার গভীর রাতে ‘রহস্যজনক চুরির  ঘটনা ঘটেছে। ‍

এসময় সংবদ্ধ চোর অফিসের কলাপসিগাল গেটের তালা ভেঙ্গে  অফিসে রক্ষিত  ৩টি কম্পিউটার , ১টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টিগ্যাস সিলিন্ডার ও আলমারিতে রক্ষিত এক ল‍াখ উনিশ হাজার টাকা নিয়ে গেছে ।

উপজেলা পরিবার পরিকল্পনা  কর্মকর্তা  মো. আলমগীর হোসেন বলেন,  বৃহস্পতিবার বিকাল ৫ টায় অফিস বন্ধ করে  চলে যাই । শুক্রবার সকালে হাসপাতালের স্টোরের একজন আসনার সদস্য  পরিবার পরিকল্পনা অফিসের প্রধান গেটের তালা ভাঙ্গা দেখে  খবর দিলে এসে দেখি  গেট ভাঙ্গা ও অফিসে রক্ষিত ৩টি কম্পিউটার , ১টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টিগ্যাস সিলিন্ডার ও আলমারিতে রক্ষিত এক লক্ষ উনিশ হাজার টাকা নিয়ে গেছে ।  এ বিষয় তিনি আর কোন কথা বলতে রাজী হয়নি।
 
আমতলী থানার ওসি(তদন্ত) রনজিৎ সরকার বলেন,ঘটনা স্থল পরিদর্শন করেছি । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন