ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

‘অভ্যুত্থানের চেষ্টা’ করেছিলেন ট্রাম্প

‘অভ্যুত্থানের চেষ্টা’ করেছিলেন ট্রাম্প
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড তার সমর্থকেরা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। ক্ষমতা ধরে রাখতে ট্রাম্প ‘অভ্যুত্থানের চেষ্টা’ করেছিলেন। 

গত বছরের ৬ জানুয়ারি দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ট্রাম্প–সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনায় কংগ্রেশনাল প্যানেলের তদন্তে এমনটাই উঠে এসেছে।

ক্যাপিটলে হামলার ঘটনা এক বছরের বেশি সময় ধরে তদন্ত করে ওই প্যানেল।  তদন্তে পাওয়া তথ্য উপাত্ত তুলে ধরতে বৃহস্পতিবার থেকে কংগ্রেসের একটি বিশেষ কমিটিতে শুনানি শুরু হয়েছে। ওই কমিটিতে যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই দলের নেতারা রয়েছেন।

শুনানি শুরুর দিনে প্রথমে কথা বলেন কংগ্রেশনাল প্যানেলের রিপাবলিকান পার্টির সহসভাপতি এবং প্রতিনিধি পরিষদের সদস্য লিজ চেনি। শুনানিতে তিনি বলেছেন, ক্যাপিটলে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার ডাক দিয়েছিলেন ট্রাম্প। এর আয়োজনের নেতৃত্বে তিনি ছিলেন এবং হামলার উসকানিও তিনি দিয়েছেন।

২০২০ সালের ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প হেরে যান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের (বর্তমান প্রেসিডেন্ট) কাছে। বাইডেনের জয়কে অনুমোদন দিতে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসে বিশেষ অধিবেশন চলছিল।

কিন্তু নির্বাচনে কারচুপির দাবি করে ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটলে জড়ো হওয়ার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে ওই দিন তার সমর্থকেরা হামলা চালান ক্যাপিটলে। এতে পাঁচজন নিহত হন।

এই ঘটনায় কংগ্রেসের গঠিত কমিটির প্রধান ডেমোক্রেটিক পার্টির নেতা বেনি থম্পসন বলেন, ৬ জানুয়ারি যে ষড়যন্ত্র হয়েছিল, তার কেন্দ্রে ছিলেন ট্রাম্প।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন