১৫ জুন দিল্লিতে মমতার বৈঠক


রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিরোধীদের রণকৌশল স্থির করতে আগামী ১৫ জুন দিল্লিতে সরকারবিরোধীদের নিয়ে বৈঠক ডেকেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই তার দিল্লি যাওয়ার কথা রয়েছে। আলোচনায় অংশ নিতে কেরালার মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়নসহ ভারতের ২২ জন বিরোধী নেতানেত্রীকে চিঠি দিয়েছেন মমতা।
সূত্রের খবর, ১৫ জুন দিল্লির কন্সস্টিটিউশন ক্লাবে বৈঠকের ডাক দেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, ওড়িশার নবীন পট্টনায়ক, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি প্রধান শরদ পওয়ারসহ ২২ জন বিরোধী নেতানেত্রীকে বৈঠকে বসার ডাক দিয়ে চিঠি দিয়েছেন মমতা। বৈঠকে তিনি বিরোধীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করতে চান।
এমইউআর
