ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সমকামীদের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা

সমকামীদের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যে সমকামীদের অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, অভিযুক্তরা হাঁটু গেড়ে বসে আছে। তাদের হাত পেছনের দিকে বাঁধা। খবর বিবিসির।

স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে খবর পেয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। অভিযুক্তরা গাড়িতে করে ঘটনাস্থলে যাচ্ছিলেন। পরে গাড়ি থামিয়ে তাদের আটকে দেওয়া হয়।

বিবিসি জানিয়েছে, অভিযুক্তরা উগ্র শ্বেতাঙ্গবাদী গোষ্ঠী প্যাট্রিয়ট ফ্রন্ট গ্রুপের সদস্য।  কুইয়ের ডি' এলেন শহরের পুলিশ প্রধান লি হোয়াইট জানান, তারা ডাউনটাউনে দাঙ্গা করতে এসেছিল। তাদের গাড়িতে স্মোক গ্রেনেড ও রায়ট গিয়ার পাওয়া গেছে। অভিযুক্তরা যুক্তরাষ্ট্রের ১১টি রাজ্যের বাসিন্দা, শুধু একজনের বাড়ি ইডাহোতে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন