ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট রাশিয়ায়

ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট রাশিয়ায়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএ.৪ এবং বিএ.৫- রূপ বদলে আবার দুই শক্তিশালী সাব-ভেরিয়েন্টের উৎপত্তি ঘটিয়েছে করোনার অতি-সংক্রামক ধরন বলে পরিচিত ওমিক্রন। রাশিয়ায় তার মধ্যে একটি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশের এক জাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ সংস্থা। সোমবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

ওই পর্যবেক্ষণ সংস্থার অধীনস্থ ‘সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর এপিডেমিয়োলজি’-র জেনোম অনুসন্ধান দপ্তরের প্রধান কামিল খাফিজব জানান, এখনও পর্যন্ত দু’টি জাতীয় গবেষণা কেন্দ্রে ‘বিএ.৪’ নামে ওমিক্রনের ওই সাব-ভেরিয়েন্টের হদিস মিলেছে। তিনি জানান, নমুনাগুলো মে মাসের। তবে ‘বিএ.৪’ স্ট্রেনটি ছড়ালেও রাশিয়ায় এখনও পর্যন্ত সংক্রমিতদের ৯৫ শতাংশের শরীরেই ওমিক্রনের বিএ.২ ভেরিয়েন্টই রয়েছে বলে জানিয়েছেন খাফিজব।

গত মাসেই ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ সাব-ভেরিয়েন্টের মাথাচাড়া দেয়ার বিষয়ে সতর্ক করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তরফে। হু জানায়, যে সব দেশে টিকাকরণের হার কম সেখানে এই দুই অতি-সংক্রামক স্ট্রেন দ্রুত বংশ বিস্তার করছে। যদিও এখনও বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের মূল কারণ ওমিক্রনের বিএ.২ স্ট্রেনই


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন