ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সৌদিতে মধ্য দুপুরে সূর্যের আলোয় কাজ নিষিদ্ধ

সৌদিতে মধ্য দুপুরে সূর্যের আলোয় কাজ নিষিদ্ধ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মধ্য দুপুরে বাইরে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। মূলত তীব্র গরমের কারণে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী তিন মাসের জন্য জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত সৌদি আরবে বাইরে কাজ করা যাবে না। গ্রীষ্মের মাসগুলোতে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নেয় দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়। যা আজ ১৫ জুন থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার সময় শ্রমিকদের কাজের সময়ের রূপরেখা ঠিক করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যারা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ১৯৯১১ নম্বর বা মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন