ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বাণিজ্য বাড়াতে চায় ইরান-তুর্কমেনিস্তান

বাণিজ্য বাড়াতে চায় ইরান-তুর্কমেনিস্তান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দুই প্রতিবেশী দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরো বেশি গভীর করতে যৌথ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুর্কমেনিস্তান।  বুধবার ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে গত মঙ্গলবার ইরানের বাণিজ্যমন্ত্রী রেজা ফাতেমি আমিনের সঙ্গে যৌথ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন তুর্কমেনিস্তানের মন্ত্রিপরিষদের উপপ্রধান বাতির আদ-দায়েভ। তুর্কমেনিস্তানের একটি শীর্ষ পর্যায়ের অর্থনৈতিক প্রতিনিধি দল নিয়ে তেহরান সফর করেন আদ-দায়েভ। একইদিন দুই দিনের সরকারি সফরে ইরান পৌঁছান তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সরদার বারদিমুহামেদভ।

ইরানের বাণিজ্যমন্ত্রী রেজা ফাতেমি আমিন বলেন, দুই দেশের মধ্যে যৌথ বাণিজ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা দরকার। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি হলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। তুর্কমেনিস্তানের প্রতিনিধিদলের সঙ্গে দুই দেশের পণ্যের তালিকা নিয়ে আলোচনা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এর ফলে উভয় দেশ নির্দিষ্ট পণ্য কম শুল্কে রপ্তানি করতে পারবে।

গত বছরের আগস্ট মাসে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাইয়েদ ইব্রাহিম রায়িসি। এরপর তুর্কমেনিস্তানের সঙ্গে অর্থনৈতিক এবং জ্বালানি সম্পর্ক জোরদার করে তার সরকার। ইরানের ভেতর দিয়ে তুর্কমেনিস্তানের প্রাকৃতিক গ্যাস অন্য দেশে রপ্তানির জন্য তেহরান ও আশখাবাদের মধ্যে চুক্তি হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন ধরনের পণ্য মধ্য এশিয়ার দেশগুলোতে রপ্তানি করার জন্য তুর্কমেনিস্তানের ভূমি ব্যবহার করছে ইরান।সহযোগিতা জোরদার করতে এরই মধ্যে দুই দেশের শ্রমমন্ত্রী একটি সমঝোতা স্মারকে সই করেছেন। এছাড়াও উভয় দেশ নিজেদের ভেতর পণ্যবাহী কার্গো চলাচল বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন