ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মাঙ্কিপক্সে আফ্রিকায় ৬৬ জনের মৃত্যু

মাঙ্কিপক্সে আফ্রিকায় ৬৬ জনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশে বিরল রোগ মাঙ্কিপক্সে মৃত্যু হয়েছে ৬৬ জনের; আর এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৭ জন। আফ্রিকা মহাদেশের শীর্ষ স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সেন্টারস ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (আফ্রিকা সিডিসি) ভারপ্রাপ্ত পরিচালক আহমেদ অগওয়েল ওউমা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, এ রোগের বিস্তার রোধে যদি বিশ্বজুড়ে টিকাদান কার্যক্রম শুরু হয়, সেক্ষেত্রে আক্রান্ত ও মৃত্যুর অনুপাতে আফ্রিকা থেকেই এই কর্মসূচি শুরু করা উচিত।

উল্লেখ্য, মাঙ্কিপক্স এক প্রকার বিরল ও স্বল্প পরিচিত ভাইরাসজনিত অসুখ। স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী। ভাইরাসটির দু’টি রূপান্তরিত ধরন রয়েছে মধ্য আফ্রিকান ও পশ্চিম আফ্রিকান।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন