ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শ্রীলঙ্কা হতে যাচ্ছে পাকিস্তান: ইমরান খান

শ্রীলঙ্কা হতে যাচ্ছে পাকিস্তান: ইমরান খান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন। রোববার সাবেক এই প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় পাকিস্তানকে সতর্ক করে বলেন, দেশটির মুদ্রাস্ফীতি আরও বাড়বে এবং অর্থনৈতিক পরিস্থিতির বর্তমান ধারা অব্যাহত থাকলে দেশটি পরবর্তী শ্রীলঙ্কা হতে পারে।  

এই ভিডিও বার্তায় ইমরান খান নিজের ভালোর জন্য মুদ্রাস্ফীতির বিরুদ্ধে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান। একই সঙ্গে দেশটির ‘আমদানি করা সরকারের’ বিরুদ্ধে আন্দোলন গড়ার ডাক দেন তিনি।

পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক এই প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানের বিভিন্ন শহরে পিটিআইয়ের কর্মী ও সমর্থকরা রাস্তায় নামে এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ করে।

ইমরান খান বলেন, তার দল পিটিআই শুধু নির্বাচন চান না। বরং তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান। পিটিআই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের অর্থনৈতিক অবস্থাকে ব্যাহত করছে।

তিনি আরও বলেন, ‘আমি মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে সবাইকে আহ্বান জানাচ্ছি। কারণ এটি আমাদের সবার সমস্যা। বেতনভোগী কর্মচারী, কৃষক, শ্রমিক, দরিদ্র শ্রেণির মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত আবারও প্রতিবাদের ডাক দেবো।’

ইমরান খান বলেন, বর্তমান সরকার অভিযোগ করে ইমরান খান স্থলমাইন বসিয়েছিল। কিন্তু বাস্তবে পিটিআই সরকার পেট্রল এবং ডিজেলের দাম মাত্র কয়েক রুপি বাড়িয়েছিল। এদিকে, বর্তমান সরকার ১০০ রুপিরও বেশি বাড়িয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন