ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। দৈনিক সংক্রমণের হার অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যকর্তারা।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭,৩৩৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি তা ঊর্ধ্বমুখী হয়ে এক সময় প্রায় সাড়ে তিন লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে তার পর থেকে তা নিম্নমুখী হতে থাকে। যদিও সাম্প্রতিককালে ভারত জুড়েই সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫,২১৮ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। অন্যদিকে, কেরল (৩,৮৯০), তামিলনাড়ু (১,০৬৩) এবং হরিয়ানা (৮৭২) এই চার রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। রাজধানী দিল্লিতে দৈনিক আক্রান্ত হয়েছেন ১,৯৩৪ জন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন