ঢাকা শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • ২৫ পাটকল চালুসহ বিভিন্ন দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ দিল্লি বিস্ফোরণে প্রধান সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারত এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে: পাটওয়ারী বরিশালে শীতের আমেজ, ১০-২০ শতাংশ বৃদ্ধি গরম পোষাকের দাম  বরিশালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ১২৭ শিশু ভর্তি, একজনের মৃত্যু   দৌলতখানে বিএনপির  কমিটিতে আওয়ামী লীগ কর্মীর নাম , ক্ষুব্ধ নেতাকর্মীরা বানারীপাড়ায় কেরামত আলী খান মৃত্যুর ২ বছর পর পেলেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি ভোলায় ২০ মিনিট অবরুদ্ধ তিন উপদেষ্টা বরগুনায় গভীর রাতে বাসে অগ্নিসংযোগ, গ্রেফতার ৫ একই দিনে গণভোট ও নির্বাচন ঘোষণায় জাতি হতাশ: চরমোনাই পীর
  • আরব বিশ্বের ১ম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা

    আরব বিশ্বের ১ম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    আমিরাতের নেতারা এক টুইট বার্তায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।


     আবুধাবিতে বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা। আমিরাতের তেলনির্ভরতা কাটিয়ে জ্বালানি খাতে বৈচিত্র্যতা আনার অন্যতম একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক যাত্রাকে।

    সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশীদ আল-মাকতুম এক টুইটে বলেছেন, আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত প্রথম মেগাওয়াট জাতীয় বিদ্যুৎ গ্রিডে প্রবেশ করেছে।

    উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল আমিরাত। যে কারণে দেশটির এই বিদ্যুৎ স্থাপনার কাজ দফায় দফায় পিছিয়ে যায়। ২০১৭ সালে এই বিদ্যুৎ কেন্দ্রটি চালুর প্রত্যাশা করা হলেও আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের লাইসেন্স পায় ২০২০ সালে।

    গত বছরের আগস্টে দেশটির জাতীয় পাওয়ার গ্রিডের সঙ্গে এই বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ সংযুক্ত করা হয়। চলতি বছরের মার্চে ইউনিট-২ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লাইসেন্স পায়।

    কোরিয়া ইলেক্ট্রিক পাওয়ার করপোরেশনের (কেইপিসিও) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ পরিচালনা করছে। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে দেশটির জাতীয় গ্রিডে ৫ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে এটি; যা দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ২৫ শতাংশের সমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ