ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

অটোচালক থেকে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী

অটোচালক থেকে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে গত বুধবার পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে। শুধু মুখ্যমন্ত্রীর পদই নয়, এদিন বিধান পরিষদ থেকেও পদত্যাগ করেন তিনি। তার ওই শূন্যপদে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে।

এসময় মহারাষ্ট্রের দুবারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা শপথ নেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে ভারতীয় আরেক গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মহারাষ্ট্রের সাতারায় নিম্নমধ্যবিত্ত মরাঠি পরিবারে জন্ম একনাথ শিন্ডের। পরে তার পরিবার চলে যায় ঠাণেতে। সেখানেই পড়াশোনা শিন্ডের। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অল্প বয়সেই রোজগার শুরু করেন। শুরু করেন অটোরিকশা চালানো।

আশির দশকে কলেজের পড়া ছেড়ে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেবের ডাকে সাড়া দিয়েই সক্রিয় রাজনীতিতে পা রেখেছিলেন শিন্ডে। পশ্চিম মহারাষ্ট্রের প্রভাবশালী নেতা শিন্ডে ভোট-রাজনীতিতে পা দিয়েছিলেন ১৯৯৭ সালে। ঠাণে পৌরসভার নির্বাচনে জিতেছিলেন তিনি। এছাড়া ২০০৪ সালে প্রথম মহারাষ্ট্র বিধানসভা ভোটে জেতেন শিন্ডে। তারপর ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালের বিধানসভা ভোটেও জয়লাভ করেন।

মহারাষ্ট্র বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১৪ সালে বিজেপি-শিবসেনা জোট সরকারের মন্ত্রী হন শিন্ডে। ২০১৯ সালে মহাবিকাশ আঘাডী সরকারের নগরোন্নয়ন ও পূর্ত দফতরের মন্ত্রী হন একনাথ শিন্ডে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বিধান পরিষদের সদস্য হওয়ায় বিধানসভার দলনেতার দায়িত্ব পান শিন্ডে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন