ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news

এবার ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

এবার ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ড. মাহফুজুর রহমানের সংগীতানুষ্ঠান মানেই যেন আলোচনা-সমালোচনার ঝড়! গেল কয়েক বছর ধরেই প্রতি ঈদে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও গান শোনাতে আসছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার এ চেয়ারম্যান।

চ্যানেলটির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঈদের রাতেই (১০ জুলাই) একগুচ্ছ গান নিয়ে হাজির হবেন তিনি।

জানা গেছে, ইতোমধ্যে গানের রেকর্ডিং ও ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। ড. মাহফুজুর রহমান মাঝে কিছুদিন দেশের বাইরে থাকায় এ বিষয়ে আপডেট দিতে পারেননি। তবে এখনো অনুষ্ঠানের নাম চূড়ান্ত হয়নি। ড.মাহফুজুর রহমান সবগুলো গানের ভিডিও দেখে নাম চূড়ান্ত করবেন।

এবারও মৌলিক ১০টি গান দিয়ে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান সাজানো হয়েছে বলে জানা গেছে। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন