ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

নিলামে উঠছে ডাইনোসরের কঙ্কাল

নিলামে উঠছে ডাইনোসরের কঙ্কাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

এবার নিলামে উঠছে ৭ কোটি ৬০ লাখ বছরের পুরনো একটি ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল। বিখ্যাত মার্কিন নিলাম প্রতিষ্ঠান সোথবি’র আগামী ২৮ জুলাইয়ের নিলাম আয়োজনে উঠছে এই দেহাবশেষ। মঙ্গলবার নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছে সোথবি কর্তৃপক্ষ।

মার্কিন এই নিলাম প্রতিষ্ঠানটির টুইটবার্তা থেকে জানা যায়, নিলামে উঠতে যাওয়া এই জীবাশ্ম কঙ্কালটি গোরগোসোরাস প্রজাতির ডাইনোসরের। পরিপূর্ণ এই কঙ্কালটি লম্বায় ২২ ফুট , উচ্চতায় ১০ ফুট। সোথবি কর্তৃপক্ষ এই কঙ্কালটির আনুমানিক দাম ধরেছে ৫০ লাখ থেকে ৮০ লাখ ডলার।

আরও জানা গেছে, সোথবির নিউইয়র্ক শাখার গ্যালারিতে ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে এই নিলাম আয়োজন। আয়োজনের শেষ দিন বিক্রির জন্য তোলা হবে এই কঙ্কাল।

আজ থেকে ১৪ কোটি ৫০ লাখ বছর আগে বিশ্বে শুরু হয়েছিল ক্রেটাসিয়াস যুগ, প্রায় ৮ কোটি বছর স্থায়ী হওয়ার পর সেই যুগ শেষ হয় আজ থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগে। বিজ্ঞানীদের মতে ক্রেটাসিয়াস যুগের শেষ দিকে পৃথিবীতে আবির্ভাব হয়েছিল গোরগোসোরাসের।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন