ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ওপেক মহাসচিব মোহাম্মদ বারকিনদো আর নেই

ওপেক মহাসচিব মোহাম্মদ বারকিনদো আর নেই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নাইজেরিয়ার রাজধানী আবুজায় ওপেক মহাসচিব মোহাম্মদ বারকিনদো ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১টায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন নাইজেরিয়ার জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মেলে কিয়ারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। খবর ব্লুমবার্গ।

তাকে নিজ শহর ইওলায় দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ। বারবিনদোর মৃত্যুকে তার পরিবারের জন্য বড় ক্ষতি হিসেবে তিনি আখ্যায়িত করেন এক টুইটবার্তায়।

ওপেক মহাসচিব হিসেবে আগামী ৩১ জুলাই তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এরপর গ্লোবাল এনার্জি সেন্টারের গবেষক হিসেবে তার আটলান্টিক কাউন্সিলে যোগ দেওয়ার কথা ছিল।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন