ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

যুদ্ধের মধ্যেই জি২০ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের মধ্যেই জি২০ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর চরম উত্তেজনার মধ্যেই জি২০ সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। 

আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় সম্মেলন উপলক্ষে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা সম্মেলন স্থল বালির নুসা দুয়া এলাকায় জড়ো হতে শুরু করেছেন। দু’দিনের বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করা হবে।

সম্মেলনের ফাঁকে অন্যান্য জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের লাভরভের পরিকল্পনা রয়েছে বলে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে লাভরভ দেখা করবেন না জানা গেছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন