ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

পর্যটনের নতুন দিগন্ত চরফ্যাশনের বেড়িবাঁধ উদ্যান

পর্যটনের নতুন দিগন্ত চরফ্যাশনের বেড়িবাঁধ উদ্যান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঈদের ছুটিতে দেশের নানা প্রান্ত ঘুরে বেড়ান পর্যটকরা। প্রতি বছরই ঈদের টানা ছুটিতে হাজারও পর্যটকে মুখর হয়ে ওঠে ভোলা চরফ্যাশনের দর্শনীয় স্থানগুলো। 

এবার পবিত্র ঈদুল আজাহার ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত চরফ্যাশনের (নতুন দর্শনীয় স্থান) পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উদ্যান। চরফ্যাশন সদরের পশ্চিমাঞ্চলীয় ইউনিয়ন নজরুলনগর, কলমী ও বকসিও বাবুরহাট এলাকার সারেকখালী গ্রামে পর্যটনের এক নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে।

স্থানীয় এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব গ্রামের বাড়ির পেছনের অংশের তেঁতুলিয়াপারে অবস্থিত এই উদ্যান। 

চরফ্যাশনের অন্যতম একটি দর্শনীয় স্থান এ পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উদ্যান। তেঁতুলিয়া বাঁধকে নানারূপে সাজিয়ে গড়ে তোলা হয়েছে দর্শনীয় স্থানে, যা এখন মন কাড়ে পর্যটকদের। ছুটির দিনসহ বিভিন্ন উৎসবে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এ উদ্যান। ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নামে এখানে। এবারেও তার ব্যতিক্রম হবে না। 

স্থানীয়রা জানান, শুধু উৎসব আর বন্ধের দিন নয়, প্রতিদিন বিকাল হলেই দূর-দূরান্ত থেকে এ উদ্যানে ছুটে আসেন পর্যটকরা। তবে বিশেষ দিনগুলোতে পর্যটকদের ঢল নামে এখানে। 

পানি উন্নয়ন বোর্ড-২ চরফ্যাশনের উপবিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, পর্যটনের নতুন দিগন্তই হবে এই চরফ্যাশন তেঁতুলিয়া পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উদ্যান। এটি ভ্রমণপিপাসু মানুষের জন্য হবে একটি আকর্ষণীয় স্থান।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন