‘পশ্চিমারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে চাইলে স্বাগতম’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিমারা যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে তাদেরকে স্বাগতম। কিন্তু এই যুদ্ধ ইউক্রেনের জন্য করুণ পরিণতি বয়ে আনবে। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
পুতিন এমন সময় এই বার্তা দিলেন যখন ইন্দোনেশিয়ায় শুক্রবার জি-২০ সম্মেলনে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর এবারই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন কোনো রুশ মন্ত্রী।
বৃহস্পতিবার পুতিন বলেছেন, ‘আমরা বহুবার শুনেছি যে, পশ্চিমারা আমাদের সঙ্গে শেষ ইউক্রেনীয় যুদ্ধ করতে চায়। এটা ইউক্রেনের জনগণের জন্য দুর্ভাগ্যজনক, কিন্তু দেখা যাচ্ছে সবকিছু সেদিকেই যাচ্ছে।’
তিনি জানিয়েছেন, পশ্চিমারা রাশিয়াকে ঠেকাতে ব্যর্থ হয়েছে এবং তাদের নিষেধাজ্ঞা মস্কোকে তেমন জটিলতায় ফেলতে পারেনি। রাশিয়া শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেনি। তবে সংঘাত যতো বাড়বে চুক্তিতে পৌঁছানো তত কঠিন হবে।
এএজে
