ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সংস্কারের প্রভাবে বেহাল ববির কেন্দ্রীয় মাঠ, শিক্ষার্থীদের ক্ষোভ টি-টোয়েন্টি দল থেকে বাদ শান্ত, ফিরলেন সাইফউদ্দিন বরিশালসহ চার বিভাগের অধিকাংশ স্থানে হতে পারে ভারী বৃষ্টি বিএম কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের জ্যৈষ্ঠ উৎসব  জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ
  • তারকাদের সাথে নিয়ে ‘দিন-দ্য ডে’ দেখবেন অনন্ত-বর্ষা

    তারকাদের সাথে নিয়ে ‘দিন-দ্য ডে’ দেখবেন অনন্ত-বর্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’। মুক্তির আগে থেকেই অভিনব প্রচারণা চালিয়ে যাচ্ছেন অনন্ত ও বর্ষা। আশ্রয় নিয়েছেন বিতর্কেরও। ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রচারণায় চালিয়ে যাচ্ছে টিম ‘দিন-দ্য ডে’। তারই ধারাবাহিকতায় এবার শোবিজ অঙ্গনের ৭৪ জন তারকাকে সঙ্গে নিয়ে ‘দিন-দ্য ডে’ দেখবেন অনন্ত বর্ষা।

    অনন্ত জলিল জানান, ১৮ই জুলাই, সন্ধ্যা ৭টায় যমুনা ব্লকবাস্টারে ‘দিন-দ্য ডে’ ছবিটি ৭৪জন শিল্পীকে সঙ্গে নিয়ে তিনি দেখবেন।

    জলিল এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা থাকবেন। আমাদের সবার শ্রদ্ধেয় আলমগীর সাহেব, ফারুক সাহেব, সোহেল রানা সাহেব, ইলিয়াস কাঞ্চন সাহেব, উজ্জ্বল সাহেব, রুবেল ভাই, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, ববিতা আপা, রোজিনা আপা, সুচরিতা আপা, চম্পা আপা থেকে শুরু করে নতুন প্রজন্মের প্রিয় মুখ সিয়াম আহমেদ, আরিফিন শুভ, বাপ্পি, ইমন, নিরব এবং অন্যান্য সবার হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অনেকদূর এগিয়ে যাবে বলে আশা করি, সবার সাথে বসে আমি এবং বর্ষা ‘দিন-দ্য ডে’ মুভিটি দেখবো ইনশাআল্লাহ।’

    উল্লেখ্য, দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় ‘দিন : দ্য ডে’ সিনেমা। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন অনন্ত জলিল। ‘দিন দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটিতে ইরান ও লেবাননের শিল্পীরা অভিনয় করেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ