ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সংস্কারের প্রভাবে বেহাল ববির কেন্দ্রীয় মাঠ, শিক্ষার্থীদের ক্ষোভ টি-টোয়েন্টি দল থেকে বাদ শান্ত, ফিরলেন সাইফউদ্দিন বরিশালসহ চার বিভাগের অধিকাংশ স্থানে হতে পারে ভারী বৃষ্টি বিএম কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের জ্যৈষ্ঠ উৎসব  জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ
  • ইতিহাস গড়ছে ‘পরাণ’

    ইতিহাস গড়ছে ‘পরাণ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদে মুক্তির পর থেকেই দারুণ সাড়া পাচ্ছে তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। প্রথমে মাত্র ১১টি হলে মুক্তি পায় সিনেমাটি। তবে দর্শকপ্রিয়তার সুবাদে ইতিমধ্যে বেড়েছে হলসংখ্যা। ‘পরাণ’ দেখার জন্য মাল্টিপ্লেক্সে দর্শকের ঢল নেমেছে। সেই চাপ পড়ছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে। রাজধানী ঢাকায় তাদের পাঁচটি শাখা। প্রথমে তিনটি শাখায় চারটি শো প্রদর্শন করে সিনেপ্লেক্স। কিন্তু দর্শকের চাপ সামলাতে ক’দিন পরই বাড়াতে হয় হলসংখ্যা ও শো।

    এবার আরও একধাপ এগিয়ে গেলো ‘পরাণ’। স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন সিনেমাটির ১৮টি শো চলছে। সোমবার (১৮ জুলাই) সিনেপ্লেক্স কর্তৃপক্ষই তথ্যটি প্রকাশ্যে এনেছে। তারা জানায়, করোনা পরবর্তী সময়ে কোনো সিনেমার জন্যই দর্শকের এত আগ্রহ দেখা যায়নি।

    বিষয়টি নিয়ে স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন সামাজিক যোগোযোগ মাধ্যমে বলেন, ‘প্রতিদিন ১৮টা শো স্টার সিনেপ্লেক্সে! দেশীয় সিনেমার নতুন ইতিহাস হতে যাচ্ছে!’

    তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রথমে বসুন্ধরা সিটি শাখায় দৈনিক ২টি শো ছিল। আজ থেকে এখানে প্রতিদিন ৮টি শো চলছে। এছাড়া এসকেএস টাওয়ারে ৩টি, সীমান্ত সম্ভারে ৩টি, সনি স্কয়ারে ৩টি এবং বঙ্গবন্ধু সামরিক জাদুঘর শাখায় ১টি শো চলছে। আনন্দের সঙ্গে আমরা প্রতিনিয়ত শো বাড়াচ্ছি। দেশের সিনেমা নিয়ে দর্শকের এমন আগ্রহ আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।’

    এদিকে স্টার সিনেপ্লেক্সে অনন্ত জলিলের ১০০ কোটি টাকার ‘দিন-দ্য ডে’ সিনেমার দর্শক কমে গেছে। যার কারণে শো সংখ্যাও কমানো হয়েছে। প্রথম দিকে সিনেপ্লেক্সের সবগুলো শাখায় দৈনিক ১২টি শো প্রদর্শিত হয়। গত শুক্রবার থেকে সেটা কমিয়ে ৮টিতে নিয়ে আসা হয়েছে।

    উল্লেখ্য, ‘পরাণ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। ত্রিকোণ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, নাসির উদ্দিন খান প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ