মনপুরায় গাঁজাসহ যুবক আটক


ভোলার মনপুরায় গাঁজাসহ একজনকে জনকে আটক করেছে পুলিশ। এসময় ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৭ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. খলিল হাওলাদার (২২) ঢাকার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার জাহাবাদ গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্ধা। তিনি পেশায় একজন জেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই শ্রীকান্ত বিশ্বাস এর নের্তৃত্বে পুলিশের একটি টিম উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল অভিযান চালায়। এসময় পুলিশ ৫ গ্রাম গাঁজাসহ মো. খলিল হাওলাদারকে আটক করে।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, পুলিশি অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। পরে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এইচকেআর
