ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

বায়োস্কোপে মুক্তি পেল আদর-বুবলীর ‘তালাশ’

বায়োস্কোপে মুক্তি পেল আদর-বুবলীর ‘তালাশ’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

১৭ জুন দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শবনম বুবলী ও নবাগত আদর আজাদ অভিনীত চলচ্চিত্র ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমাটি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহেও ছবিটি সিনেমা হলে চলেছে। প্রায় মাস খানেক সিনেমা হলে ছবিটি প্রদর্শনের পর এবার মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।

ছবির নায়ক আদর আজাদ দেশ রূপান্তরকে বলেন, ‘ছবি মুক্তির পর থেকেই বৃষ্টি ও বন্যা শুরু হয়ে যায়। তারপরও দর্শকেরা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেছেন। বেশ ভালো সাড়া পেয়েছি। ঈদে নতুন সিনেমা মুক্তি পাওয়ায় ছবিটি হল থেকে নামিয়ে দিতে হয় কিন্তু দর্শকদের আগ্রহ রয়ে গেছে এখনো। দর্শকদের আগ্রহের কারণে এবার আমরা ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি দিয়েছি। আশা করছি অনলাইনেও ছবিটি দর্শক লুফে নেবে।’

পরিচালক সৈকত নাসির বলেন, ওয়ার্ল্ড রেকর্ড আছে যে, ছোট বাজেটের সিনেমা গল্প, মেকিং ও অভিনয়শিল্পীদের অভিনয়ের কারণে হুট করে বড় বাজেটকে পেছনে ফেলে দেয়ার। আমার এ সিনেমার গল্পই মাস্টার পিস। বাজেট এখানে সাবজেক্ট না। আদর-বুবলী’সহ সবাই ভালো অভিনয় করেছে। সিনেমাটির গান ও ট্রেলার দর্শক খুবই পছন্দ করেছে। বেশ ভালো সাড়া পাচ্ছি।’

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন