ঢাকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
  • মা হচ্ছেন রানি মুখার্জি?

    মা হচ্ছেন রানি মুখার্জি?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে চলছে গুঞ্জন। তিনি নাকি আবারও মা হতে যাচ্ছেন, এ নিয়ে সরগরম বলিউডপাড়া। সম্প্রতি পেট আড়াল করার চেষ্টায় এ গুঞ্জনের ডালপালা মেলে।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, রানি তার মুক্তি প্রতিক্ষীত ছবি ‘শামশেরা’র জন্য সিদ্ধি বিনায়ক মন্দিরে পূজা দিতে যান। সেখানে তোলা রানি মুখোপাধ্যায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর তা দেখেই অনেকের ধারণা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের একটি চুরিদার পরেছিলেন রানি মুখার্জি। গোলাপি ওড়নার সাহায্যে হাত দিয়ে স্ফীত পেট আড়াল করে রেখেছিলেন তিনি। আর তা দেখেই অনেকের ধারণা এটি রানির বেবি বাম্প। অর্থাৎ রানি মুখার্জি ও আদিত্য চোপড়ার ঘরে দ্বিতীয় সন্তান আসছে।


    রানি মুখার্জির পেট লুকানোর এ দৃশ্য নিয়েই শুরু হয়েছে আবারও মা হওয়ার গুঞ্জন। ছবি: ভিডিও থেকে নেওয়া
     

    ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখার্জী। ২০১৫ সালে তাদের ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়। আদিরা নামের আদিত্য-রানির মেয়ের বয়স ৬ বছর।

    সপ্তাহখানেক আগে ঠিক এমনই খবর রটেছিল কারিনা কাপুরের নামে। যেখানে লন্ডনে এক ভক্তের সঙ্গে ছবি তোলেন কারিনা আর সাইফ আলি খান। কারিনাকে দেখা গিয়েছিল হাতে থাকা গ্লাস দিয়ে পেট আড়াল করতে। তারপর অবশ্য ইনস্টায় স্টোরি শেয়ার করে কারিনা লিখেছিলেন, তৃতীয় সন্তানের মা হচ্ছেন না তিনি। এটা পুরোটাই ওয়াইন আর পাস্তার কারণে হয়েছে।

    আবার একই গুঞ্জন শুরু হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়েও। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তাকে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। এরপর গুঞ্জন শুরু হয়, আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ