পাথরঘাটায় জেলেদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) ঘাটে মাছ ধরা ট্রলার নোঙর করা নিয়ে দুই ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু'পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
শনিবার (৬ আগস্ট) রাতে পাথরঘাটা বিএফডিসি ঘাটে এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
পাথরঘাটার এনামুল হকের মালিকানাধীন এফবি আল মদিনা ও বরগুনার মো. রাসেলের মালিকানাধীন এফবি মা ফাতেমা ট্রলার ঘাটে নোঙর করা নিয়ে জেলেদের মধ্যে সংঘর্ষ বাধে।
আহতরা হলেন, এফবি আল মদিনা ট্রলারের জাফর মাঝি, শাহিন, মোশারফ, বাবুল মিয়া এবং এফবি মা ফাতেমা ট্রলারের সুলতান হোসেন, আলতাফ হোসেন ফারুক হোসেন ।
এফবি আল মদিনা ট্রলারের মাঝি জাফর মিয়া জানান, বিএফডিসি ঘাটে আমাদের ট্রলার নোঙর করার জন্য রশি দিয়ে বেধে রাখি। ঠিক এমন সময় পাশে থাকা অপর একটি ট্রলারের জেলেরা আমাদের রশি খুলে ফেলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের ওপর চড়াও হয় এবং এলোপাথাড়ি পিটিয়ে ও জালের ইটের টুকরা মেরে আহত করে।
তিনি আরও বলেন, আমাদের একজনের হাত ভেঙ্গে গেছে। বাকিরা মাথায় আঘাত পেয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত সবার মাথায়, হাতে আঘাত রয়েছে। তাদের চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়েছে। আমরা এ বিষয়টি সমাধান করে দেব।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, জেলেদের মধ্যে সংঘর্ষের খবর শুনেছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
এইচকেআর