ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সংস্কারের প্রভাবে বেহাল ববির কেন্দ্রীয় মাঠ, শিক্ষার্থীদের ক্ষোভ টি-টোয়েন্টি দল থেকে বাদ শান্ত, ফিরলেন সাইফউদ্দিন বরিশালসহ চার বিভাগের অধিকাংশ স্থানে হতে পারে ভারী বৃষ্টি বিএম কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের জ্যৈষ্ঠ উৎসব  জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ
  • ক্রিকেটার হতে চেয়েছিলেন সিয়াম

    ক্রিকেটার হতে চেয়েছিলেন সিয়াম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শৈশবে ক্রিকেটার হতে চেয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। কিন্তু তার বাবা-মা চেয়েছিলেন ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক।

    তবে বিদেশ থেকে আইন নিয়ে পড়াশোনা করে শেষ পর্যন্ত তিনি হয়েছেন চিত্রনায়ক। বিভাগীয় শহর রাজশাহীতে রবির প্রচারাভিযানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ‘শান’খ্যাত এই অভিনেতা।  

    রাজশাহীর মুক্তমঞ্চে সিয়াম বলেন, সিনেমা মুক্তি যেখানেই হোক প্রেক্ষাগৃহে অথবা ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের তা দেখতে হবে। কারণ এখনকার সিনেমাগুলো পরিবার নিয়ে দেখার মতো উপযোগী করেই তৈরি করা হচ্ছে। কিন্তু দর্শকরা আর পরিবারের সঙ্গে হলে যান না। এই জড়তা কাটাতে হয়তো আরও কিছুটা সময় লাগবে।  

    তিনি আরো জানান, ‘হাওয়া’ সিনেমার দর্শকপ্রিয়তা আমাদের আশা দেখাচ্ছে। আসছে সেপ্টেম্বরে তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’র মুক্তি পেতে যাচ্ছে, এটি দেখতে সকলকে আমন্ত্রণ জানান সিয়াম।

    ছোট পর্দা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও এই অভিনেতা থিতু হয়েছেন বড় পর্দায়। ২০১৮ সালে ‘পোড়ামন ২’ দিয়ে সিনেমায় অভিষেক ঘটে এই নায়কের। একই বছর তার অভিনীত ‘দহন’ মুক্তি প্রায় প্রেক্ষাগৃহে। প্রথম দুইটি সিনেমাতেই দর্শকের প্রশংসা পান এ তরুণ।  

    ২০১৯ সালে সিয়ামের ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পায়। এরপর ‘বিশ্বসুন্দরী’, ‘মৃধা বনাম মৃধা’, ‘শান’ ও ‘পাপ পুণ্য’ দিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। সিয়াম অভিনীত ‘অপারেশন সুন্দরবন’সহ বেশকিছু সিনেমা বর্তমানে মুক্তির প্রতীক্ষায় রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ