ঢাকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
  • প্রেম ও বিয়ে ইস্যুতে যা বললেন ববি

    প্রেম ও বিয়ে ইস্যুতে যা বললেন ববি
    ইয়ামিন হক ববি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আবেদনময়ী নায়িকা ইয়ামিন হক ববি। গতকাল বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। কিন্তু নতুন খবর হলো তিনি নাকি প্রযোজক সাকিব সনেটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এমনকি সব কিছু ঠিক থাকলে শিগগিরই বিয়ের পিঁড়িতে দেখা যাবে তাদেরকে। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ খবর উঠেও এসেছে। 

    তাহলে সরাসরি ববির কাছেই জানতে চাওয়া হোক এ বিষয়ে। তাই মুঠোফোনে কল দেওয়া হলো আজ শুক্রবার দুপুরের দিকে। ফোন রিসিভ করেই কোনো কথা বলার সুযোগ না দিয়ে উল্টো ববি বললেন, ‘বুঝেছি কি জন্য ফোন করেছেন (এটুকু বলেই হাসিতে ফেটে পড়েন নায়িকা)।’ ববি অকপটে স্বীকার করলেন প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন।

    বিজলী-খ্যাত এই নায়িকা বলেন, ‘ভালো বন্ধুত্ব থেকে আমাদের দু’জনের একে-অপরের প্রতি ভালো লাগা তৈরি হয়। এখন আমরা প্রেমের সম্পর্কে রয়েছি। আসলে বিয়েটা অনেক বড় ব্যাপার। সামনে আমাদের বিয়ের পরিকল্পনা রয়েছে। দুই পরিবারের সম্মতিতে সবাইকে জানিয়ে বিয়েটা সেরে ফেলতে চাই। আশা করছি শিগগরিই, তবে তারিখটা এখনো চূড়ান্ত করা হয়নি। সব ঠিক থাকলে সবাইকে জানিয়েই আমরা বিয়ে করবো।’

    এদিকে, সাকিব সনেটের সঙ্গে ববির প্রেমের গুঞ্জন অনেক দিনের। গতকাল ববির জন্মদিনে ফেসবুকে দু’জনের একটি ছবি শেয়ার করে সাকিব সনেট লেখেন, ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্‌যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্‌যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’

    সনেটের এই পোস্ট দেখে সহজেই বোঝা যায়, তারা সম্পর্কে রয়েছেন। উল্লেখ্য, পাঁচ বছর আগে সনেটের ‘নোলক’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব খান ও ববি। সিনেমাটির কাজের সুবাদেই ববির সঙ্গে সনেটের ঘনিষ্ঠতা বাড়ে। এক পর্যায়ে সেটি প্রেমে রূপ নেয়। এছাড়া দীর্ঘ দিন ধরে তারা দু’জনে ব্যবসায়িক অংশীদারও। উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় ববির।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ