ঢাকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
  • সাফল্যের সুবাতাস বইয়ে দিচ্ছে ‘হাওয়া’

    সাফল্যের সুবাতাস বইয়ে দিচ্ছে ‘হাওয়া’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ দেশের সিনে বাজারে সাফল্যের সুবাতাস বইয়ে দিচ্ছে। টানা তিন সপ্তাহের অসামান্য দর্শকপ্রিয়তার পরও থামছে না ‘হাওয়া’র গতি। বরং চতুর্থ সপ্তাহে আরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। আজ ১৯ আগস্ট (শুক্রবার) থেকে দেশের ৫৬টি প্রেক্ষাগৃহে চলছে ‘হাওয়া’। তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস। হলের একটি তালিকাও প্রকাশ করেছেন তারা।

    এই তিন সপ্তাহে নানান বাধা ‘হাওয়া’কে থামিয়ে দিতে চেয়েছে। কখনো নকলের অহেতুক অভিযোগ তোলা হয়েছে, কখনো প্রশ্নবিদ্ধ করা হয়েছে সিনেমায় মিথের সমন্বয়কে। সর্বশেষ বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা পর্যন্ত দায়ের হয়েছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে।

    এত বাধার পরও ‘হাওয়া’ ছুটছে আপন গতিতে। দর্শকের অসামান্য সাড়ায় এর জয়জয়কার চলছেই। টানা হাউসফুল শো, দেশজুড়ে জনপ্রিয়তার পরিস্থিতি দেখলে অনুমান করা যায়, এত দিনে সিনেমাটি লগ্নি তুলে সুপারহিটের ঘরে পৌঁছে গেছে।

    গত ২৯ জুলাই ২৪টি সিনেমা হল নিয়ে মুক্তি পায় ‘হাওয়া’। এরপর দর্শকের দারুণ আগ্রহের সুবাদে দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা বেড়ে ৪১টিতে পৌঁছায়। তৃতীয় সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হয় ৪৬টি প্রেক্ষাগৃহে। এবার সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পেল।

    উল্লেখ্য, সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’র গল্প। এর সঙ্গে আছে মিথলজি ও সম্পর্কের অণুপ্রবেশ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। এটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ