ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা  বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম কলাপাড়ায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান: প্রধান উপদেষ্টা আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
  • আমতলীতে গরু চোর ধরতে ইউপি মেম্বারের কাণ্ড!

    আমতলীতে গরু চোর ধরতে ইউপি মেম্বারের কাণ্ড!
    শালিস বৈঠকে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গরা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে গরু চোর শনাক্ত করার  জন্য ফকিরের  নির্দেশে  আটার রুটির সাথে ধুতরা নামক বিষ মিশ্রিত খাবার খাওয়ানোর  অভিযোগ  পাওয়া গেেেছ আড়পাঙ্গাশিয়া ইউপির সাবেক ইউপি সদস্য ফোরকান মেম্বার এর বিরুদ্ধে। 

    স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের  মধ্যে আড়পাঙ্গামিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে জাকির হোসেনের তিনটি গাভী গরু চুরি হয় । স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শালিসে জাকির হোসেনের বাবা  আবুল হোসেন গরু চুরির বিষয় স্বীকার করেন। ঐ শালিস বৈঠকে জাকিরের বাবা আবুল হোসেন  ছেলের গরুর পরিবর্তে গরু দিয়ে দিবে বলে শালিশ বৈঠকে স্বিকার করেন  ।  

    শালিস বৈঠকে  সাবেক ইউপি সদস্য ফোরকান মেম্বার জানান, তিনটি গরুর ২টি জবাই দেয়া হয়েছে একটি গরু ফিরিয়ে আনা যাবে, গরু কোথায় আছে তা সে জানে। গরুর মালিক জাকির হোসেন বলেন, গরু দেয়ার কথা বলে ফোরকান মেম্বার টেকেরহাট কুমার নদীর পাড় থেকে এক ফকিরের কাছে নিয়ে যায়,  রুটি পরা দেয়ার কথা বলে ২০ হাজার টাকা নেয়।  এসময়  বলেন গরু না পেলে টাকা তিনি ফেরত দিয়ে  দিবেন। কিন্তু আমি এখানো  গরু ফেরত পাইনি।

    জাকির হোসেনের স্ত্রী বলেন, ফোরকান মেম্বার রুটি বানাতে বলে, রুটি বানানো শেষ হলে  কয়েকটা রুটির সাথে কিছু একটা মিশিয়ে নিয়ে যায়। ওই রুটি গুলো খেয়ে ওমর ফারুক (৪), জালাল মিয়া (৪৭),আবু সালেহ শরিফ (৩০) ও জাকির হোসেনের বড় ভাই লতিফ মিয়া (৬৫) অসুস্থ  হয়ে পড়েন।  প্রথমে তাদের আমতলী উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে আনা হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা করানোর পর সুস্থ  হন। 

    যারা ঐরুটি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে তাদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ করা হয়।  যারাদেরকে অভিযুক্ত করা হয়  তাদের পক্ষে গরু চুরি অসম্ভব। এমনকি ওই রুটি  খেয়ে  চার বছরের শিশু ওমর ফারুক ও অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চ্যেলর সৃষ্টি হয়েছে।

    এ ব্যাপারে ফোরকান মেম্বরের সাথে কথা বলার  চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 
     
    আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, এ ঘটনায় শালিস ব্যবস্থায় জাকিরের বাবা গরু নিয়েছেন বলে স্বীকার করেন। সাবেক ইউপি সদস্য ফোরকান  কি কারনে এ ভাবে পয়জন মিশ্রিত খাবার খাওয়াইছেন  তা আমি বলতে পারবোনা। 

    আমতলী থানার অফিসার ইনচার্জ বলেন,  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ