ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা  বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম কলাপাড়ায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান: প্রধান উপদেষ্টা আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
  • ভাগ্যের চাকা ঘুরাতে প্রবাসে পাড়ি, ফিরলেন কফিনবন্দী হয়ে

    ভাগ্যের চাকা ঘুরাতে প্রবাসে পাড়ি, ফিরলেন কফিনবন্দী হয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভিটাবাড়ীসহ সকল জমি বিক্রি করে ভাগ্যের চাকা ঘোরাতে জাকির হোসেন পাড়ি জমান সৌদি আরবে। সেখানে গিয়ে কাজে যোগদানের ৩ দিন পর অসুস্থ হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

    আজ সোমবার সকাল ৯ টার দিকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জাকির হোসেনের। 

    জাকির হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকার মৃত আবুল হোসেন মুসুল্লির বড় ছেলে।

    এর আগে গত ১৪ সেপ্টেম্বর সৌদি সময় বেলা এগারোটায় একটি হাসপাতালে জাকিরের মৃত্যু হয় এবং রবিবার সকালে সৌদি আরবে একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকা আন্তর্জাতিক শাহ জালাল বিমান বন্দরে পৌঁছায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট জাকির হোসেন নিজের ভিটাবাড়ীসহ সকল জমি বিক্রি করে জীবিকার তাগিদে সৌদি আরবে পারি জমান। এর কয়েকদিন পরে ৭ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর মারা যায়।

    সৌদি প্রবাসী মো. ইলিয়াছ মিয়া জানান, জাকির হোসেন দালালের খপ্পরে পড়লে ৩ লাখ ২০ হাজার টাকার ভিসায় ৫ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তিনি তাঁর বাড়ীর সমস্ত জমিজমা বিক্রি করে সৌদি এসেছে। অতিরিক্ত দুশ্চিন্তায় অসুস্থ হয়ে ব্রেন স্ট্রোক করেছেন বলে চিকিৎসকের বরাত দিয়ে সৌদি আরবে অবস্থানরত ইলিয়াস মিয়া জানান।

    জাকির হোসেনের ছোট ভাই ইব্রাহিম খলিল জানান, গত রোববার বেলা ১১ টার দিকে তার ভাইয়ের মরদেহ দেশে এসেছে। পরে আজ সকাল ৯টার সময় তাদের বাড়ীতে জানাযা শেষে বাবার কবরের পাশে দাফন করা হয়। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ