ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা  বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম কলাপাড়ায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান: প্রধান উপদেষ্টা
  • আমতলীতে ৫ দফা দাবীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন 

    আমতলীতে ৫ দফা দাবীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ,পর্যাপ্ত টিএডিএ প্রদান ও অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা করা, চাকুরীরর সু-নির্দিষ্ট নীতিমালা ঘোষণা এবং বেতন ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবীতে মঙ্গলবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে সকল ওষুধ কোম্পানীতে কর্মরত বিক্রয় প্রনিধিরা। ফার্মসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এ কর্মসূচীর আয়োজন করে।

    আমতলী উপজেলা ফার্মসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ফারিয়ার উপদেষ্টা মো. কামরুজ্জামান, উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহ-সম্পাদক মা.গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ। 

    বক্তারা বলেন, বর্তমান বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের  তুলনায় বেতন অনেক কম, সঠিকমত টিএডিএ দেওয়া হয়না, আবার কোম্পানীর মালিক পক্ষ কথায় কথায় চকিুরী ছাটাই করেন। এর পর রয়েছে অবৈধ প্রেসক্রিপশন সার্ভে করা। এগুলো বন্ধ করা বেতন বাড়ানোর দাবী জানান তাঁরা। মানববন্ধনে আমতলী উপজেলায় কর্মরত বিভিন্ন কোম্পানীর অর্ধশতাধিক বিক্রয় প্রতিনিধি অংশ গ্রহন করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ