উড়ন্ত সূচনা করলো পাকিস্তান


তিন ম্যাচ সিরিজে ১-১’এ সমতা। তাই শেষ ম্যাচটা রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে। সেঞ্চুরিয়ানে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে পাকিস্তান।
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার ইমাম উল হক আর ফাখর জামান মিলে গড়েছেন শতরানের জুটি। ওপেনিং জুটিতে তারা তোলেন ১১২ রান। ইমাম উল হক ফিরে যান ৫৭ রান করে। এরপর ফখর জামানের সঙ্গে জুটি গড়েছেন অধিনায়ক বাবর আজম।
ফখর জামান অপরাজিত আছেন ৯০ রানে। আর বাবরের সংগ্রহ ২৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৮৯ রান।
/ইই
