লঞ্চ থেকে নিখোঁজ রোকেয়ার ৪ দিনেও সন্ধান মেলেনি


ঢাকাগামী এম ভি আসা যাওয়া-১ লঞ্চ থেকে রোকেয়া বেগম(৪৮) নামে এক নারী নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি।
এর আগে গত শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যার পর থেকে নিখোঁজ হন ওই নারী। সে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের বাসিন্দা মো. শাহাজান সর্দারের স্ত্রী।
পরিবার ও স্থানীয়রা জানায়, ডাক্তার দেখানোর জন্য বোরহানউদ্দিনের গংগাপুর ঘাট থেকে এমভি আসা যাওয়া-১ লঞ্চে ঢাকার উদ্দেশ্যে একাই রওয়ানা দেন নিখোঁজ ওই নারী। ওই লঞ্চে তাঁকে এক নিকটাত্মীয় তাঁকে দেখতে পেয়েছিলেন । অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি পরিবার।
ছেলে সোনালী ব্যাংক কর্মকর্তা মো. সোহেল রানা জানান, ধুলিয়া মাঝির ঘাট লেঙ্গুটিয়া পৌঁছা পর্যন্ত মায়ের সাথে যোগাযোগ ছিল। রাত আনুমানিক ৯ টার পর থেকে তাঁর সাথে থাকা মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্বীয়-স্বজন লঞ্চে তাঁর খোঁজ করলে তাকে পাওয়া যায়নি। তিনি জানান, সাথে থাকা ডাক্তারের প্রেসক্রিপশন লঞ্চের মেঝেতে পাওয়া যায়। লঞ্চ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করে কিছুই জানা যায়নি।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে। তাকে দ্রুত উদ্ধার ও মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
এইচকেআর
