ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

চরফ্যাশনে স্বামীর লাশ আনতে গিয়ে লাশ হলেন স্ত্রী 

চরফ্যাশনে স্বামীর লাশ আনতে গিয়ে লাশ হলেন স্ত্রী 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

এ ব্যাথা মেনে নেয়ার মতো না। এমন মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। একসাথে বাবা এবং মা দুজনকেই হারাতে হল।  এতিম সন্তানরা অঝোরে কাঁদছেন। 

ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার নিজ বাড়িতে ফেরার পথে তাঁরা বেগম (৪৮) নামে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহতদের বাড়ি চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন গ্রামে। 

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিভার সিরোসিস ও কিডনি সমস্যা জনিত কারনে স্বামী মো. হারুন (৫৪) মৃত্যু বরণ করেছেন। পরে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে স্বামীর লাশ নিয়ে সড়ক পথে চরফ্যাশনের নিজ বাড়িতে ফেরার পথে মাদারীপুর জেলার মোকসেদপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী তাঁরা বেগম নিহত হয়।

নিহত হারুনের চাচাতো ভাই মো. বরাত কাজী জানান, গত কয়েক মাস ধরে মো. হারুন লিভার সিরোসিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে সকালের দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে তাঁর মরদেহ নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা করেন পরিবারের সদস্যরা। 

মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি মাদারীপুরের মোকসেদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অ্যাম্বুলেন্সের চালক হারুনের স্ত্রী তাঁরা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। ঢাকায় নেয়ার পথে হারুনের স্ত্রী তাঁরা বেগম মারা যায়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মাদারীপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার পর মোকসেদপুর ব্রিজের নামায় একটি অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষ হয়। এতে দুই জন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে এর পর কি হয়েছে তা তিনি জানেন না। তিনি আরো জানান, অ্যাম্বুলেন্স চালক বেপরোয়া গতিতে এসে বাসের সাথে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি উল্টে পাশে পড়ে যায়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন