ভোলায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভোলা জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতির জনকের এ কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কোরআন খতম, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের আয়োজনে দোয়া অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ ভোলা জেলা সহ-সভাপতি শামসুল আলম শিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী পাপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম জয়, সুমন, শাওন, রাজু, ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজ মেহেরাব মোল্লা, সহ-সভাপতি রাশেদুজ্জামান হ্যাভেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ শোয়েব, ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন কিরণ, ছাত্রলীগ নেতা শাওন, সোহাগ, সাহাদ সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদকম মোঃ মনিরুজ্জামান মনির, ফারহান, নুহিন, জাহাঙ্গীর আলম সহ শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সদস্যবৃন্দ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. সাইফুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটা হয়।
এইচকেআর
