ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় জাল ও ইলিশসহ ১৮ জেলে আটক

ভোলায় জাল ও ইলিশসহ ১৮ জেলে আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ভোলায় বিপুল পরিমাণ জাল, ৫টি মাছ ধরার ট্রলার ও ইলিশ মাছসহ ১৮ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। 

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়। 

চরফ্যাশন উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন ও কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, নিষেধাজ্ঞা অমান্য করে চরফ্যাশন উপজেলার জাহানপুর, আসলামপুর ও নীলকমল ইউনিয়নের ইউনিয়নের মেঘনা ও তেতুলিয়া নদীতে মা ইলিশ ধরার সময় ১০০ কেজি মা ইলিশ, ১২ লাখ ৫০ হাজার মিটার জাল ও ৫টি মাছ ধরার ট্রলারসহ ১৮ জেলেকে আটক করা হয়। 

জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা বিতরণ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও আটক জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে মৎস্য বিভাগ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন