ভোলায় মেঘনা নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে নিখোঁজ যুবক শাহীনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে, মঙ্গলবার দুপুরে চরফ্যাশনে শহররক্ষা বাধে কাজ করতে গিয়ে শাহীন মেঘনা নদীতে ডুবে নিখোঁজ হন। মৃত শাহিন উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের বাদশা হাওলাদরের ছেলে।
চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, নিখোঁজ শ্রমিকের লাশ মেঘনা নদীতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে আসে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
এইচকেআর
