ভোলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি' এই স্লোগানকে সামনে রেখে, ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে ভোলা জেলা প্রশাসন, বিআরটিএ ভোলা সার্কেল এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই- লাহী চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ সহকারী পরিচালক এস এম মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সর্দারসহ আরো অনেকে।
এএজে
