ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

দৌলতখানে বাজারে উঠছে শীতকালীন সবজি, দাম চড়া

দৌলতখানে বাজারে উঠছে শীতকালীন সবজি, দাম চড়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শীত আসতে এখনো অনেক দিন বাকি। দৌলতখানের হাট-বাজারে  শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। ক্রেতারা বলছেন,  বাজারে যেসব শীতকালীন সবজি উঠছে; সবকিছুরই দাম অনেক বেশি। 

অন্যদিকে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে   কৃষকদের কাছ বেশি দামে  সবজি কেনা হচ্ছে। তাই খুচরা বাজারে দাম একটু বেশি। সরেজমিনে দৌলতখান কাঁচা  বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি বাঁধাকপি ৪৫-৫০ টাকা, ফুলকপি ৮০-৯৯ টাকা, সিম ৮০-৯০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, মুলা ৪৫-৫০ টাকা, ঢেঁড়স  ৪৫-৫০ টাকা বিক্রি হচ্ছে। 

ক্রেতা মাইনুদ্দিন জানান, বাজারে শীতকালীন সবজি কিনতে এসেছি। দাম বেশি হওয়ায় না কিনে ফিরে যাচ্ছি।  পাইকারি  বাজারে গিয়ে দেখা গেছে,  শীতকালীন আগাম সবজির  কেনা-বেচা  চলছে। দাম ভাল পাওয়ায় কৃষকরাও খুশি। 

পাইকারি  ব্যবসায়ী মো. ইব্রাহীম  জানান, বাজারে বিভিন্ন  শীতকালীন  সবজি আসছে। কৃষকের কাছ থেকে বেশি দামে  কিনতে হচ্ছে, তাই এর প্রভাব খুচরা বাজারেও পড়ছে। দৌলতখান পৌরসভার কাঁচা  বাজারের মায়ের দোয়া  ট্রেডার্সের ম্যানেজার  জানান, দাম বেশি হওয়ায় তারা শীতকালীন সবজি  কিনছেন না।  

পাইকারি সবজি ব্যবসায়ী নুরনবী জানান, বাজারে এখন শীতকালীন  সবজির দাম বেশি। সরবরাহ  বাড়লে দাম কমে যাবে। দৌলতখান  উপজেলা কৃষি অফিসার হুমায়রা ছিদ্দিকা  বলেন, 'কৃষি বিভাগের  পক্ষ থেকে শীতকালীন সবজি  করার জন্য কৃষকদের উৎসাহিত  করতেছি। কীভাবে  সবজির চাষ বাড়ানো যায় ব্লক পর্যায়ে প্লানিং করে ফেলছি । পাশাপাশি  পারিবারিক  পুষ্টি বাগান প্রকল্প থেকে  ১২৭ টা সবজি বাগান কৃষকদের  করে দেবো। গত বছরও ১৪৪ টা বাগান কৃষকদের করে দিয়েছি। সেখান থেকে প্রচুর পরিমাণে বীজ দেওয়া হয়েছে।'
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন