চরফ্যাশনে নদীতে ডুবে জেলের মৃত্যু


ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে ডুবে আওলাদ হোসেন (১৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম নিহতের মরদেহ উদ্ধার করে। ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আ. রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৬টার দিকে ওই জেলে ঝাঁকি জাল দিয়ে মায়া নদীতে মাছ শিকার করছিলেন আওলাদ। এ সময় প্রবল স্রোতে নদীতে ডুবে যান তিনি। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে নিহতের মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
এইচকেআর
