ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

দক্ষিণ আইচায় এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  

দক্ষিণ আইচায় এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দক্ষিণ আইচা অধ‍্যক্ষ নজরুল ইসলাম কলেজের ২২সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় অস্থায়ী ক‍্যাম্পাসে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

অধ‍্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চরফ‍্যাসন সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মিয়া, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ  শাখাওয়াত হোসেন, চরকলমী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোস্তফা কামাল, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লা, চর আইচা সরকারি প্রথমিক বিদ্যালের প্রধান শিক্ষক  আলাউদিন, চরমানিকা ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস মেম্বার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রানা সাধারণ সম্পাদক  শামছুদিন খোকন প্রমুখ । 

এসময় বক্তারা  শিক্ষার্থীদের উদ্দেশ্য  বলেন, ‘ভালো ফলাফল করে দেশ জাতি ও সমাজের মুখ উজ্জল করার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের সিড়ি বেয়ে রাষ্ট্রের উচু স্থান দখল করবে এমন প্রত্যাশাই আমাদের কামনা । এবার মোট ২৫০ জন ছাত্র -ছাত্রী পরিক্ষাথীর সংখ্যা করবেন। এই সময় অনুষ্ঠানে প্রভাষক ও ছাত্র ছাত্রীসহ সাংবাদিক, গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন