চরফ্যাশনে ৫৭ বিন্দি জাল ও ৬ ট্রলার জব্দ


ভোলার চরফ্যাশনে উপজেলার মৎস্য অফিসার মারুফ হোসেন মিনারের নিদেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বয়ার চর, চর হাসিনা, চর নিজাম সহ নদীতে অভিযান চালিয়ে ৫৭ টি বিন্দি জাল ও ৬টি ট্রলারসহ ২০ মন সামুদ্রিক বিভিন্ন প্রকার মাছ আটক করেছেন।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের আদেশে আটককৃত ৫৭ টি বিন্দি জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ২০ মন সামুদ্রিক বিভিন্ন প্রকার মাছ এতিম খানা, মাদ্রাসা ও দুস্থ পরিবারদের মাঝে বিতরণ করা হয়। কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন।
এইচকেআর
