ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

দক্ষিণ আইচা প্রেসক্লাবের উদ্যোগে  উপকূল দিবস পালিত

দক্ষিণ আইচা প্রেসক্লাবের উদ্যোগে  উপকূল দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভয়াল ১২ নভেম্বর উপকূলবাসীর কাছে এক ভয়াবহ কালরাত হিসেবে পরিচিত। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। উপকূলীয় দ্বীপচরসহ বহু এলাকার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে বিরান জনপদে পরিণত হয়। এই ঘূর্ণিঝড়ের ভয়াবহতায় আজও অনেকে শিউরে ওঠেন।ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে  উপকূলীয় অঞ্চলে। 

উপকূলের সমস্যা  সমাধান ও উপকূলীয় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হওয়ার দাবিতে দক্ষিণ আইচা প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরাম চরফ্যাশন শাখা ১২৪ এর যৌথ উদ্যোগে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ‘উপকূল দিবস’ শনিবার সকাল ১১টায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।  ‍এ ‍উপলক্ষে চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালি বের কো হয়। র‍্যালিটি দক্ষিণ আইচা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে সমবেত হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি খান জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  দক্ষিণ আইচা প্রেসক্লাবের সভাপতি আদিত্য জাহিদ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  দক্ষিণ আইচা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মো. সেলিম রানা,যুবলীগ চরমানিকা ইউনিয় পশ্চিম শাখা যুুবলীগ সভাপতি মো. জামাল মেম্বার, চরমানিকা পূর্ব শাখা  শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম,  যুবলীগের সিনিয়র সহ-সভাপতি  প্রভাষক মো. সোহাগ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন দক্ষিণ আইচা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা চরফ্যাশন প্রতিনিধি শামছুদ্দিন খোকন। 

আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী, শ্রমিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও দক্ষিণ আইচা  প্রেসক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন