ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ দোকান পুড়ে ছাই

মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ দোকান পুড়ে ছাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ দোকান পুড়ে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, ওসি সাইদ আহমেদ ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল। 

 সোমবার ভোর রাত ৪ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এই দুঘর্টনা ঘটে। চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছেন মনপুরা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার ফজলুর রহমান। এদিকে অস্ট্রেলিয়া সরকারি সফরে থাকা এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিকেল ৪ টায় খবর পেয়ে তাৎক্ষনিক ব্যক্তিগত তহবিল থেকে আগুনে ক্ষতিগ্রস্থ ১৬ ব্যবসায়ীকে ১৬ বান টিন সহ প্রত্যেক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষনা দেন। 

বিষয়টি নিশ্চিত করেন আ’লীগের যুগ্ন সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল সহ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিয়া। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলে, দুইটি ফার্মেসির দোকান, একটি চায়ের দোকান, তিনটি মুদি দোকান, দুইটি কাপড়ের দোকান, একটি জুয়েলারি দোকান, দুইটি কসমেটিকসের দোকান, চারটি গোডাউন, একটি কম্পিউটার ও একটি মোবাইল সার্ভিসের দোকান। 

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাত ৪ টায় কোড়ালিয়া বাজারের দক্ষিণ মাথায় আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন উপজেলা ফায়ার সার্ভিস খবর দিলে দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। পরে দেড় ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষনে একে একে ১৬ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে জানিয়ছেন ব্যবসায়িক সমিতির সভাপতি অলি উল্লা কাজল। এ

ই ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, দেড় ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার জানান, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসককে অবহিত করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন