চরফ্যাশনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৮


ভোলার চরফ্যাশনের আছলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) নুরে আলম মাষ্টার ও স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মেলেটারীর (আনারস প্রতীক) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টায় ইউনিয়নের বহদ্দারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পরপাই চরফ্যাশন থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় রাতেই উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। এ সময় ক্ষুব্ধ আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মেলেটারীর নির্বাচনি অফিসে হামলা করে ভাঙচুর করেন।
এসময় সংঘর্ষের উভয় পক্ষের ৮ নেতাকর্মী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রাশেদ নামের একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতেরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মেলেটারী অভিযোগ করে বলেন, ‘সোমবার রাতে বাজারে আমার কর্মীদের নিয়ে নির্বাচনি গণসংযোগ করি।
এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীরা গণসংযোগে বাধা দেন। আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার ছেলে জাকির হোসেনসহ সাত কর্মী আহত হয়েছেন।’ অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরে আলম মাস্টার অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা আমার নির্বাচনি অফিসে ঢুকে কাঠের তৈরি নৌকা ও আসবাবপত্র ফেলে দেয়। আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে। পরে আমার কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর বহিরাগত কর্মীদের ধাওয়া করে তাড়িয়ে দেয়।’
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় উভয় চেয়ারম্যান প্রার্থী পাণ্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।’
এইচকেআর
