ভোলায় বিএনপির মিছিলে পুলিশের বাধা


ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা মো. নয়ন মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা বিএনপি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বরিশাল দালানের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। তবে কোনও সংঘর্ষ বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
পরে পুলিশের বাধায় নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ছাত্রদলের সহ-সভাপতি নয়ন হত্যার জবাব সরকারকে দিতে হবে।
এএজে
