ভোলায় স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের নিউট্রিশন বিষয়ক কর্মশালা


ভোলায় স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের নিউট্রিশন বিষয়ক শিক্ষকদের একদিন কর্মশালা শিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় শেখ রাসেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
বরিশাল বিভাগ ইউনিসেফের আয়োজনে একদিনের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ভোলা সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস ও ইউনিসেফ বরিশাল অফিসার রমা সাহা ও নিউট্রেশন কনসালটেন্ট মিসেস নাজনীন এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন শাহীন, মনপুরা উপজেলা শিক্ষা অফিসার মো. টিপু সুলতান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন নাহার, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং অফিসার মো. মাইন উদ্দিন ও সাংবাদিক মোকাম্মেল হক মিলন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
সমগ্র বিষয় উপস্থাপন করেন জেলা শিক্ষা অফিসের রিসোর্স অফিসার নূরে আলম সিদ্দিকী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বিশেষ করে মেয়েদেরকে অর্থাৎ তাদেরকে সুন্দর ভাবে বেড়ে উঠা সহ বয়ঃসন্ধির সময় আতষ্ক না হয় সেদিকে পরিবারের মধ্যে থেকে মা এবং স্কুল শিক্ষকগণ খেয়াল রাখতে হবে । তিনি বলেন, বর্তমান সরকার মেয়েদের শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান সহ পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করছেন । প্রধান অতিথি বরিশাল বিভাগ ইউনিসেফের কতৃপক্ষ কে ধন্যবাদ জানান এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং ভবিষ্যতেও শিক্ষকদের কর্মশালা অব্যাহত রাখতে অনুরোধ করেন।
উল্লেখ্য এই কর্মশালায় চরফ্যাশন উপজেলা ও মনপুরা উপজেলার অর্ধশতাধিক শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
এইচকেআর
