ভোলায় মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ


ভোলা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান।
এসময় বক্তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে এখন মুক্তিযোদ্ধারা প্রতি মাসে ২০ হাজার টাকা করে সম্মানি ভাতা পাচ্ছেন। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের খোঁজ খবরও রাখছেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান জানান, ভোলা সদর উপজেলায় জীবিত ২০৭ জন এবং মৃত ২১৩ জন মোট ৪২০ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
এইচকেআর
