ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

দক্ষিণাঞ্চলে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা বিষয়ক সেমিনার

দক্ষিণাঞ্চলে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা বিষয়ক সেমিনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দক্ষিণাঞ্চলে শস্য নিবিড়তা বৃদ্ধি এবং কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর বগুড়া রোডের খামার বাড়িতে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক। 

কৃষি তথ্য সার্ভিসের উপ-পরিচালক (গণযোগাযোগ) ড. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালীর কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম। মূল আলোচক ছিলেন বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউট মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। 

কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন যুগ্ম-পরিচালক ড. এ কে এম মিজানুর রহমান ও আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন সহ অন্যান্যরা। 
সেমিনারে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষকরা অংশগ্রহণ করেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ