পুলিশের ধাওয়া খেয়ে নদীতে যুবক নিখোঁজ


ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হওয়াও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে দৌলতখান উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীর পাড়ে জুয়ার আসরে হানা দেয় দৌলতখান থানা পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে নোমান (২৮) নামে এক যুবক নদীতে পড়ে যান। পরে পুলিশ ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও ওই যুবকের সন্ধান পায়নি।
নিখোঁজ নোমান চর খলিফা ৯ নম্বর ওয়ার্ডের সুকদেব স্কুল মোড় এলাকার খনকার বাড়ির কালাম বেপারির ছেলে। তিনি পাতারখাল মাছ ঘাটে কাজ করে আসছিলেন। ইলিয়াছ নামে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, নদীর পাড়ে জুয়া খেলার সময় পুলিশ ধাওয়া দিলে ওই যুবক নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি নদীতে তলিয়ে যান।বর্তমানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড নিখোঁজের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
এ ঘটনার পরপরই ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল রাসেল ও সজিবকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি আরো বলেন, তদন্ত সাপেক্ষে উক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএজে
