ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

লঞ্চ ধর্মঘটে বিচ্ছিন্ন ভোলা

লঞ্চ ধর্মঘটে বিচ্ছিন্ন ভোলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে ১০ দফা দাবিতে অনির্দিষ্টকালের ভোলায় লঞ্চ ধর্মঘট পালিত হচ্ছে। এতে করে সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপজেলাটি।

ধর্মঘটের কারণে রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে ঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

ভোলার সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম নৌ-পথ। কিন্তু ধর্মঘটে লঞ্চ বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ভোলা-বরিশাল ও ভোলা-ঢাকা রুটসহ অভ্যন্তরীণ রুটেও লঞ্চ চলাচল বন্ধ রেখেছে জেলার নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদ।

নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শেখ আবুল হাসেম বলেন, ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন